চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

কাপ্তাই সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ

কাপ্তাই সেনা জোনের (৫৬ ই বেংগল) আয়োজনে ৫২তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই সিপাহী আফজাল হল জোন সদরে দিবসটি পালিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্ল্যাহ জুয়েল।

 

বিশেষ দিবসে ইউনিটের কর্মকালীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দিনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাক হানাদারের উপর আক্রমণ শুরু করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। এ দিন এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

এ সময় কাপ্তাই সেনাজোনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, হেডম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট