চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক

উখিয়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জাহিদ হোসাইন (৩১) নামের এক রোহিঙ্গাকে অস্ত্র-গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

 

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড অকেজো গুলি, নয় রাউন্ড রাইফেলের গুলির খোসা, নগদ এক লাখ ৪২ হাজার ৩৪০ টাকা ও ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।

 

আটক জাহিদ হোসাইন উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত বদিউজ্জামানের ছেলে। তাকে দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের এর ওয়ার্ল্ড ভিশন কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ সুপার (অতিরিক্ত ডি আইজি) মোহাম্মদ ইকবাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আটক রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট