চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ

বান্দবানের থানচি উপজেলার দুই ইউনিয়ন- রেমাক্রী ও তিন্দুতে পর্যটক ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) থেকেই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর।

 

তিনি বলেন, মঙ্গলবার থেকেই পর্যটকরা থানচি উপজেলায় ভ্রমণ করতে পারবেন। তবে প্রশাসনের অনুমতিবিহীন স্থানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু নদীতে পানি বেড়ে যাওয়ায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের থানচির দুই ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বর্তমানে সাঙ্গু নদীর পানি স্বাভাবিক হওয়াতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

 

ইউএনও বলেন, পর্যটকরা থানচি থেকে রেমাক্রী পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তবে নাফাকুম, আমিয়াকুম, সাতভাই কুমসহ অনান্য পর্যটন স্পট ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট