চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শোক দিবসে গ্রামীণ ব্যাংক রাঙামাটি জোনাল অফিসের দোয়া ও শ্রদ্ধা

বিজ্ঞপ্তি

১৫ আগস্ট, ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক জোনাল অফিস রাঙামাটির উদ্যোগে শোকর‍্যালী,বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কাঠালতলীস্থ জোনাল অফিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনাল ম্যানেজার আ.ক.ম. শামসুদ্দোহা শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে সবুজ বনায়ন সৃষ্টির আহ্বান জানান।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান এ.কে.এম.সাইফুল মজিদের নির্দেশনায় আজ সদস্যদের নিয়ে সারাদেশে ৩ কোটি এবং রাঙামাটি জোনে সাড়ে তিন লক্ষ চারাগাছ লাগানোর মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টির পরিকল্পনা নেয়া হয়েছে।

উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার মো. মুমিনুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. আরসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার শফিউল্লাহ গাজী, হিসাব কর্মকর্তা মোহাম্মদ আলী, অবলোকন কর্মকর্তা আব্দুল হক হোসাইনী, শাখা ব্যবস্থাপক শংকর প্রসাদ নাথ, মাহবুব আলম ফরহাদসহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। 

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট