চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ডিএপি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১১ আগস্ট, ২০২৩ | ১:৩২ পূর্বাহ্ণ

রাঙ্গাদিয়া সিইউএফএল ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার প্ল্যান্টে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মো. হামিদুল্লাহ বিশ্বাস (৩৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সার কারখানার প্ল্যান্ট-২ এ ঘটনা ঘটে।

নিহত মো. হামিদুল্লাহ বিশ্বাস উপজেলায় বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকার নুরু মিয়ার পুত্র। সে কারখানার প্ল্যান্ট-২ টেকনিশিয়ান।

এসময় গুরুতর আহত হন প্ল্যান্টের মো. আবুল কাসেম (৪৫) নামে আরও এক বিদ্যুৎ শাখায় কর্মরত টেকনিশিয়ান। তাকে উদ্ধার করে সহকর্মীরা কারখানায় হসপিটালের নিয়ে গেছে বলে জানা গেছে।

সিবিএ সভাপতি ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানায় প্ল্যান্টে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল হোসেন রেজা বলেন, ‘লাশ মেডিকেলে রয়েছে। আমি এখনও মেডিকেলে যাচ্ছি। মেডিকেল যাওয়ার পর তথ্য দিতে পারব।’

তবে ঘটনার বিষয়ে জানতে কারখানার জিএম আবদুল জলিল মুঠোফোনে বলেন, আমি ঢাকায় রয়েছি। শুনেছি একজন মারা গেছে। কাল সকালে জানাতে পারব বিস্তারিত।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট