চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক ২৪ ও ২৫ মে

উখিয়া সংবাদদাতা

২১ মে, ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক হতে যাচ্ছে। আগামী ২৪ ও ২৫ মে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

আজ রবিবার (২১ মে) বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

 

বিজিবি জানায়, দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশে নিতে বিজিপির কমান্ডার পর্যায়ে একটি দলের ২৪ মে টেকনাফে আসার কথা রয়েছে। নাফ নদ সংলগ্ন সীমান্তে শাহপরীর দ্বীপে বিজিবির নির্মিত সাউদার্ন পয়েন্ট রিসোর্টের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দু’দিন বৈঠক হবে। বৈঠক শেষে ২৫ মে বিজিপির প্রতিনিধি দলের মিয়ানমার ফিরে যাওয়ার কথা রয়েছে।

 

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, বৈঠকের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। মূলত বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

 

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হতে যাচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট