চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে চাতরী চৌমুহনী চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- কর্ণফুলী উপজেলার জুলদা গ্রামের মো. শফিকের ছেলে মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুর হোসেন (৩৬) ও মো. ইউসুফের ছেলে মো. আরিফুর রহমান (২৬)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সোমবার দিবাগত রাতে তিনজন গরু চোরকে আটক করে চাতরী চৌমুহনীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশ। তারা গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছে বলে জানান পুলিশ। আজ মঙ্গলবার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ