সীমান্ত উপজেলা টেকনাফে পাচারকারীদের ফেলে যাওয়া মালিকবিহীন সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির পৃথক দুটি দল অভিযান চালায়। এ সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রটি পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপরপ্রান্তে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযান চলাকালে মাদক বহনের সাথে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/এএইচ