চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৫২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার মো. নাছিরের ছেলে মোঃ জুবায়ের (২১), ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে পাথরঘাটা এলাকার শফিকুর রহমানের ছেলে মোঃ মারুফ (২৫) এবং বরিশাল বর্তমানে বাইন্না টিলা এলাকার স্টেশন রোড এলাকার কালু কবিরাজের ছেলে মামুন হোসেন (২৭)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রিয়াজউদ্দিন বাজারের সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলার গ্রেপ্তারকৃত আসামি জুবায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চোরাই বিভিন্ন মডেলের ৫২টি মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর