চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিম্নমানের খাদ্য তৈরি, কুতুবদিয়ায় জরিমানা গুনল ২ বেকারি মালিক

কুতুবদিয়া সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২৫ | ৯:০৫ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরির দায়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুটি বেকারির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এ সময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ পুলিশের একটি টিম সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

প্রশাসন সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরির দায়ে উপজেলার ধুরুং বাজারের ভাই ভাই বেকারির মালিককে ১০ হাজার ও আল মদিনা বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা নিরাপদ খাদ্য তৈরি ও বিপণন নিশ্চিতসহ পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট