চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

প্লেটে বেঁচে যাওয়া মাংস আবারও বিক্রির জন্য সংরক্ষণ, চট্টগ্রামের লাহরী তাওয়াকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ৭:৩২ অপরাহ্ণ

বাসি খাবার বিক্রি ও খাওয়ার প্লেটে বেঁচে যাওয়া মাংস আবারও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ‌‘লাহরী তাওয়া’ নামের একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর লালখান বাজারে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি নানা অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের মালিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণের সাথে ঔদ্ধত্য আচরণ করেন বলেও জানা গেছে।

একই অভিযানে নগরীর চৌমুহনী এলাকায় ‘ফারুকিয়া বেকারি এন্ড সুইটস’কে মেয়াদোত্তীর্ণ দধি, মেয়াদহীন কেক বিক্রি ও নতুন স্টিকার রিপ্লেস করায় ১৫ হাজার টাকা এবং সিজ্জলকে মেয়দোত্তীর্ণ দধি, বার্গার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও  রানা দেবনাথ ।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট