চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

দুই মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া দুই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক এই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড আবেদন করে সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ। শুনানি শেষে আদালতে দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

এরপর সেখান থেকে গত ১২ জানুয়ারি সাবেক এমপি নদভীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

 

আবু রেজা নদভী চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের কাছে হেরে যান।

 

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ সংসদীয় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া জামায়াত নিয়ন্ত্রিত চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করার অভিযোগও রয়েছে নদভীর বিরুদ্ধে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট