বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সহায়তায় ও চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক দু’দিন ব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ প্রদর্শনী পরিদর্শন করেন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ ২০টি স্টল এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
চকরিয়া গ্রামার স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ফাহমিদা ইফাত মিম বলেন, কাঙ্ক্ষিত শহরের একটি স্থাপত্য তৈরি করা হয়েছে। যে শহরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। থাকবে পরিবেশ সম্মত সব ব্যবস্থা। একজন নাগরিকের সব সুবিধা নিয়ে এই কাঙ্ক্ষিত শহরের রূপরেখা তৈরি করা হয়েছে।
এছাড়া একই স্কুলের নবম শ্রেণির ছাত্র লাবিব ওসমান বলেন, আমরা ১৪ বন্ধু মিলে নবায়নযোগ্য শহরের একটি চিত্র তৈরি করেছি। এটি আধুনিক জীবনের একটি ছাপ এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান বলেন, ছাত্রদের বিজ্ঞানমনস্ক করতে এ প্রদর্শনী ভূমিকা রাখবে। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে মানবজাতির জন্য উপকৃত বিভিন্ন ক্ষেত্র তৈরির মাধ্যমে তাদের জ্ঞানের বিকাশ ঘটবে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ