চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিইপিজেডে পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ১১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন পোশাক-শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দুই ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা যায় নি।

বিষয়টি  নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, শ্রমিকদের সাথে সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের সাথে র‍্যাবও কাজ করছে।

ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে, দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাক শ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট