চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে শাহাদাৎ হোসেন জুনায়েদ (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। জুনায়েদ উপজেলার ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ও ভূজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাহারটিলা এলাকার কৃষক আবুল হাশেমের ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে নিজ ঘরে পানি মিশিয়ে কীটনাশক পান করার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রের বাবা একজন কৃষক। সে বন্ধুদের পাল্লায় পড়ে টাকা নষ্ট করতে থাকে। এই নিয়ে পরিবারের সাথে তার মান অভিমান চলতো। মূলত পরিবারের সাথে অভিমান করে সে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবু সাঈদ আজাদ জানান, নিহত কিশোর আমাদের স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আমরা শুনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শুনেছি ছেলেটি অষ্টম শ্রেণির ছাত্র এবং বিষপানে আত্মহত্যা করেছে।
পূর্বকোণ/পিআর