মুশফিকুর রহিমের ব্যাড লাক। আম্পায়ার চাইলে এলবিডব্লিউটা নাও দিতে পারতেন। ভাগ্যটা আর কিছুটা সহায় থাকলে ১৬৩ রানে নয়, ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিটা হয়তো পেতে পারতেন। কিন্তু লিটন দাস তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা গলে ফেলে আসলেন। গলের এমন ব্যাটিং পিচে যখন নাজমুল হোসেন শান্ত-মুশফিক সেঞ্চুরির খরা কাটালেন তখন লিটনের দুর্দান্ত সুযোগ ছিল তিন অঙ্ক স্পর্শ করার।
নিজের ট্রেডমার্ক কাভার ড্রাইভ, কাট শট ও সুইপ শটে লিটন খেলছিলেনও দুর্দান্ত। কিন্তু অযথাই রিভার্স সুইপ খেলতে গেলেন। এবং নিজের সেঞ্চুরির মৃত্যু ডেকে আনলেন। বিরক্ত হয়ে এই শট না খেললেও পারতেন তিনি। হয়তো যেভাবে ওয়ানডে স্টাইলে ইনিংসটা বড়ে করছিলেন তার চেয়ে একটু বেশি সময় লাগত সেঞ্চুরিটা করতে। কিন্তু সেই ধৈর্যটা ৩০ বছর বয়সী ব্যাটার ধরলেন না।
লিটন ৯০ রানে আউট হওয়ায় ‘ডাবল’ সফল বলা যায় শ্রীলঙ্কার স্পিনারদের। বিশেষ করে থারিন্দু রত্নায়েককে। উইকেটরক্ষক ব্যাটারকে স্মরণীয় মুহূর্ত (সেঞ্চুরি) স্পর্শ করতে না দিয়ে এমনিতেই তিনি সফল। তবে লিটনকে রিভার্স সুইপ খেলতে বাধ্য করায় সাফল্যটা বেড়ে যায় এই অভিষিক্ত স্পিনারের। কেননা দীর্ঘ সময় ধরেই সতীর্থ স্পিনারদের সঙ্গে একটা কৌশলে বোলিং করে আসছিলেন তিনি। সেটা হচ্ছে- শর্ট ফাইন লেগ আর ডিপ স্কয়ার লেগে ফিল্ডার সাজিয়ে লেগ স্টাম্পের বাইরে ধারাবাহিকভাবে বল করা।
কেননা শ্রীলঙ্কা ভালো করেই জানেন মুশফিক ও লিটন দুজনই সুইপ শটে বেশ পারদর্শী। তাই দুই ব্যাটারের সেই শট খেলার জায়গা বন্ধ করে দিয়ে একের পর এক ওভার করে আসছিলেন শ্রীলঙ্কার স্পিনাররা। যেন বাধ্য হয়ে রিভার্স সুইপ খেলে। কারণ ব্যাটার একের পর এক বল ছেড়ে দিলে যেমন ওয়াইডও হবে না ঠিক তেমনি ব্যাটাররা বিরক্তও হবেন। অন্যথা, লেগ সাইডে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিবে।
সেই কৌশলেই অফ সাইডে ৩০ গজের ভিতরে ফিল্ডার রেখে একের পর এক লেগ সাইডে বল করছিলেন স্পিনাররা। যেন লোভে পড়ে রিভার্স সুইপ খেলেন লিটন-মুশফিকরা। লিটন সেই ফাঁদেই পা দিয়ে লেগ সাইডের অনেক বাইরে বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলেন। ঠিকমতো ব্যাটে-বলে কানেক্ট করতে না পেরে। লিটনের মাথার ওপরে ভেসে ওঠা বলটা তাই ধরতে অসুবিধা হলো না উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। অথচ, এর আগে বেশ কবার লেগ সাইডের ওয়াইডের বাইরে গিয়ে এমন বলকে অফ সাইডে চার মারেন তিনি। কিন্তু এবার তা না করে ঝুঁকি নিয়ে মারতে গিয়ে পরাজিত হয়ে রত্নায়েকে জিতে দিলেন লিটন।
লেখক: ক্রীড়া সাংবাদিক, সাবেক চবি শিক্ষার্থী
পূর্বকোণ/জেইউ/পারভেজ