চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাইরে বের হচ্ছেন, ব্যাগে যা যা রাখবেন

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩ | ৭:১৬ অপরাহ্ণ

অনুষ্ঠান বা কাজের সূত্রে ব্যাগে প্রয়োজনীয় জিনিস রেখেই ছুটতে হয়। এসময়ে বের হওয়ার আগে আপনার ব্যাগ থাকতে হবে গোছালো এবং পরিপটি। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসের মাধ্যমে গুছিয়ে নিতে পারেন ব্যাগটি। তাছাড়া সারা দিনের কাজের ঝক্কি-ঝামেলা সেরে আপনাকে থাকতে হবে ফ্রেশ। গোছানোর সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখা খুব জরুরি।

 

জেনে নিন ব্যাগ গোছানোর সময় যে জিনিসগুলো রাখা জরুরি:

১) ডেবিট, ক্রেডিট কিংবা সুপার শপের ডিসকাউন্ট কার্ড গুছিয়ে রাখার জন্য ছোট কার্ড হোল্ডার রাখতে পারেন।
২) ব্যাগে একটি ময়েশ্চারাইজার ও লিপজেল রাখুন।
৩) মিটিং নোট কিংবা জরুরি যেকোনো তথ্য টুকে রাখার জন্য ব্যাগে সবসময় নোটবুক ও কলম রাখুন।
৪) বিভিন্ন ধরনের শুকনো ফল বা খাবার ব্যাগে রাখুন। কাজে লাগবে। আর অবশ্যই খাবার বিশুদ্ধ পানি রাখতে ভুলবেন না।
৫) সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে ব্যাগে ছাতা রাখতে পারেন। রোদ থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস রাখতে পারেন।
৬) মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গিয়ে যাতে কাজের ক্ষতি এবং বিব্রত হতে না হয় সেজন্য ব্যাগে চার্জার বা একটি পাওয়ার ব্যাংক রাখুন।
৭) যেকোনো ধরনের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যাগে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখুন।
৮) মেকআপ কিংবা লিপস্টিক ব্যবহার না করলেও সঙ্গে রাখুন। হুট করে কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে, অথবা ফরমাল লুকের দরকার হলে ব্যাগে থাকা লিপস্টিকই হবে ভরসা।
৯) বাইরের ধূলাবালি ও সূর্যের অতিরিক্ত রোদ থেকে চুলকে সুরক্ষিত রাখতে ব্যাগে স্কার্ফ রাখতে পারেন।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট