কলম্বোতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে লাহিরু উদারাকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। বল প্যাডে না ব্যাটে আগে আঘাত করেছে এই প্রশ্নের উত্তর মিলেছে ডিআরএসে। আর তাতেই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। উদারা ফিরেছেন ৪০ রান করে। শ্রীলঙ্কার রান তখন ৮৮।
আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা একটু পরেই পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০ ওভারে ১৩৩/১ (নিশাঙ্কা ৬৭*, উদারা ৪০, চান্ডিমাল ২৫*; তাইজুল ১/৪৫)।
পূর্বকোণ/ইবনুর