চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

৬ অক্টোবর, ২০২৩ | ১০:২০ অপরাহ্ণ

ভারতে পর্দা উঠেছে আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশও মাঠ মাতাবে। বিশ্ব ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে টাইগারদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

 

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে। এর আগে এএফএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে। উপরে মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উদযাপন, আর নিচে তাসকিন আহমেদের বিজয়উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে লেখা, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ পথচলা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানাই। চ্যাম্পিয়ন হওয়ার মনোভাব তোমাদের জয়ের পথে পরিচালিত করুক।’ ছবিতে লেখা, ‘বাঘেদের গর্জন করার সময় হয়েছে’।

 

গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থনের জোয়ারের প্রশংসা করেছিল। বিশ্ব জয়ের পর অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির মুখেও ছিল বাংলাদেশের নাম। এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধানও শুভেচ্ছা বিনিময় করেন। এই সমর্থনের জোয়ারে ভেসে ঢাকায় আবার খোলা হয় আর্জেন্টাইন অ্যাম্বাসি।

 

কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ হয়েছে। সর্বশেষ গত মার্চে বাংলাদেশের অধিনায়ক সাকিবের জন্য দেশটির একটি জার্সি পাঠিয়েছিল তারা। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে সেই জার্সি তুলে দেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট