এখন থেকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে ৫ আগস্ট। এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি জানান, আগামী সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। মূল অনুষ্ঠানগুলো হবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। আগামী সোমবার প্রেস উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ফারুকী আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের ব্যাপারে আজ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব নিশ্চয়ই পাস করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।
পূর্বকোণ/পিআর