চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কুমিল্লায় বাসচাপায় নিহত ৪

অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৪ | ১০:২২ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

 

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা তিতাস উপজেলার বাসিন্দা ধারণা করা হচ্ছে তরা সবাই একই পরিবারের।

 

তিনি জানান, এক শিশুসহ তিন নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী মারা গেছেন। এ ঘটনায় শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট