চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্পের প্রশংসায় পুতিন, সংলাপের জন্য প্রস্তুত

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৪ | ৮:১২ অপরাহ্ণ

মার্কিন নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। এ সময় নির্বাচনি প্রচারণায় এক বন্দুকধারীর হাতে হত্যাপ্রচেষ্টার শিকার হওয়ার সময় তার সাহসিকতার প্রশংসা করেন পুতিন। নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ট্রাম্পের জয়ের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে পুতিন বলেছেন, জুলাইয়ে পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনি প্রচারণায় বক্তৃতার সময় হত্যাচেষ্টার শিকার হন ট্রাম্প। এ সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন তিনি।

সোচির রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্টে ভালদাই আলোচনা ক্লাবে পুতিন বলেন, ‘আমার মতে, তিনি খুব সঠিক উপায়ে, সাহসিকতার সঙ্গে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করেছিলেন। এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে এই সুযোগটি আমি গ্রহণ করছি। নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে যে মন্তব্য করেছিলেন তা মনোযোগের দাবি রাখে বলেও মন্তব্য করেন পুতিন।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা নিয়ে যা বলা হয়েছিল, আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে। ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এই স্থলযুদ্ধের অবসান তিনি কীভাবে ঘটাতে চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

 

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে এখন কাজ করবেন বলে জানান ট্রাম্প। তিনি ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কী সিদ্ধান্ত নেবেন বা পরিকল্পনা ঘোষণা করবেন এ নিয়ে কিছুটা চিন্তিত রাশিয়া। বক্তৃতার সময় ৭২ বছর বয়সী ক্রেমলিন প্রধান সতর্কভাবে বলেন, ‘আমি জানি না এখন কী ঘটতে যাচ্ছে। আমার কোনও ধারণা নেই।’

ট্রাম্প যদি একটি সংলাপের আহ্বান জানান তবে পুতিন কী করবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি পুনরায় সংলাপ শুরু করতে এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন