চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর, ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ

ব্যাটলগ্রাউন্ড স্টেট উইসকনসিনে জয়ের মধ্য দিয়ে ২৭০ ইলোকটোরাল ভোটের ম্যাজিক নম্বর ছাড়িয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট কমল হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৭ ইলেকটোরাল ভোট। আর হ্যারিস ২২৪ ভোট পেয়েছেন।

 

এদিকে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারা। শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ আরও অনেকে।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লেখেন, “নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। সামনে আমি আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে লিখেছেন, “আন্তরিক অভিনন্দন বন্ধু, আসুন এবার আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য কাজ করি।”

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স-এ লিখেন, “ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য এক নতুন সূচনা।”

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “অভিনন্দন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশ্বে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

ট্রাম্পকে অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন- জোনাস গাহর স্টোয়ার, নরওয়ের প্রধানমন্ত্রী; উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী; কার্ল নেহামার, অস্ট্রিয়ান চ্যান্সেলর; ভিক্টর ওরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী; পেত্র ফিয়ালা, চেক প্রধানমন্ত্রী।

 

মার্সেল সিওলাক, রোমানিয়ার প্রধানমন্ত্রী; উলফ ক্রিস্টারসন, সুইডেনের প্রধানমন্ত্রী; জোনাস গাহর স্টোয়ার, নরওয়ের প্রধানমন্ত্রী; মেটে ফ্রেডেরিকসেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী; নায়িব বুকেলে, এল সালভাদরের প্রেসিডেন্ট। সব নেতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন