চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নির্বাচনের চারদিন বাকি, এগিয়ে কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

১ নভেম্বর, ২০২৪ | ১:২৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র চার দিন। এই মুহূর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটপ্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট ওয়েবসাইটের জাতীয় জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮ দশমিক ১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬ দশমিক ৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন। এটি গত ৩০ অক্টোবরের হিসাব।

 

গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেশি ছিল। ১ অক্টোবরের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন। জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট যুক্তরাষ্ট্রের একটি ডেটা এনালিস্ট প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যু নিয়ে পোল করে থাকে প্রতিষ্ঠানটি। স্বচ্ছ ও নির্ভুল তথ্য নিয়েই সাধারণত এ পোল করা হয় বলে জানিয়েছে তারা।

 

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এতে লাখো মানুষ মারা যাবেন। স্থানীয় সময় বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে উইসকনসিন থেকে এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

 

ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো। যিনিই জয় পাক, দুর্বল হবে গণতন্ত্র: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হোক, তাতে গণতন্ত্রই দুর্বল হবে বলে মনে করছেন আমেরিকার প্রায় অর্ধেক ভোটার। তারা দেশটির রাজনৈতিক সহিংসতা, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং গণতন্ত্রের জন্য বৃহত্তর প্রভাব সম্পর্কে বেশ শঙ্কিত। এই শঙ্কার মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্রমশ উদ্বিগ্ন আমেরিকার প্রায় অর্ধেক ভোটার। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে মার্কিন নির্বাচনে ভোটারদের এমন হতাশার চিত্র।

 

সূত্র : বিবিসি

পূর্বকোণ/ইব

শেয়ার করুন