চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে দপ্তরির মারধরে স্কুলছাত্র আহত

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে মেরে গুরুতর আহত করেছে একই স্কুলের এমরান চৌধুরী নামে এক পিয়ন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে উক্ত স্কুল ছাত্র চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেটির চাচা মো.মহিউদ্দিন এ প্রতিবেদককে জানান, উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তার চাচাতো ভাই আকবর হোসেন রবিন (১৪)। গতকাল ২২অক্টোবর তার নির্ধারিত ক্লাশ শেষে তার সহপাঠীদের সাথে রবিন স্কুলের পড়া এবং ক্লাশ নিয়ে কথা বলার এক পর্যায়ে বিদ্যালয়ের পিয়ন এবং স্থানীয় বাসিন্দা এমরান চৌধুরী রবিনের উপর চড়াও হয়ে তাকে বেধড়কভাবে কিল ঘুষি, লাথি মারতে থাকে। এতে রবিনের ডান চোখে, মাথায় বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার খবর পেয়ে তার বাড়ি এবং স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বিদ্যালয় এলাকায় গিয়ে ছেলেটিকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে নগরীর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। আহত রবিন পাইন্দং ইউপির খালাছির বাড়ির মৃত মজাহার মিয়ার ছেলে বলে জানা গেছে। এব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের নিকট জানতে চাইলে তিনি বলেন উক্ত স্কুল ছাত্র বিদ্যালয়ের পার্টটাইম অফিস সহকারী এমরান চৌধুরীর নিকট বেতনের রশিদের জন্য গেলে ছেলেটি অফিস সহকারীকে উদ্দেশ্যে করে পেট মোটা, মেজবান ইত্যাদি মন্তব্য করে বলে জানান। এতে উক্ত এমরান চৌধুরী ক্ষিপ্ত হয়েছে ছেলেটিকে মারধর করে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি খবর পেয়ে উক্ত অফিস সহকারীকে দিয়েই তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং যাবতীয় ব্যয়ও তাকেই করতে হবে বলে তিনি বলেন। এছাড়া তার সম্পর্কে বাকি ব্যবস্থা বিদ্যালয়ের সভাপতি এলে মিটিংয়ে সিদ্ধান্ত মাধ্যমে নেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট