চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সের চাবি হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা হ চন্দনাইশ

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এম্বুলেন্স পাওয়ার ৫ বছর পর চালক পেয়ে তার হাতে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বখতেয়ার আলম।

গতকাল ২২ অক্টোবর সকালে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠানিকভাবে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। জানা যায়, ২০১৪ সালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ৩১ শয্যা বিশিষ্ট দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এম্বুলেন্সের ব্যবস্থা করেন। দীর্ঘ ৫ বছর ধরে চালক না থাকার কারণে এম্বুলেন্সটি প্রায় অচল থাকে। চন্দনাইশে সে লক্ষ্যে একজন চালক দিনাজপুরের অঞ্জন কুমার রায়কে প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হয়। সে অঞ্জন কুমারকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সটি চালানোর জন্য গতকাল ২২ অক্টোবর সকালে অনুষ্ঠানিকভাবে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. আবু রাশেদ, ডা. আবু তৈয়ব, ডা. সাবরিনা শাহিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট