চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেড় লাখ টাকায় চাকরির অফার বিমানবালা পদে দুই প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

‘দেড় লাখ টাকায় বিমানবালা পদে সরকারি বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন লোভনীয় অফার পেয়ে রেশমিনা বেগম (২৩) ছুটে আসেন সিলেটের হবিগঞ্জ থেকে। পরীক্ষাও দেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। রেশমিনা গতকাল মঙ্গলবার চূড়ান্তভাবে টাকাসহ নিয়োগপত্র নিতে আসেন বাবাকে সাথে নিয়ে।

যথাসময়ে হাজির হন চাকরিদাতা নোয়াখালীর চরজব্বারের মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদার (২৭)। ৬০ হাজার টাকা দিতে রাজি হন রেশমিনার বাবা। লেনদেনের আগমুহূর্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম হাজির হয়। পরে বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে ওই দুই ভুয়া প্রতারককে আটক করে হস্তান্তর করা হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় পতেঙ্গা থানায়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, এক নারীর সঙ্গে বিমানবালার চাকরি দেয়ার কথা বলে প্রতারণার দায়ে দুজনকে আটক করা হয়েছে। পতেঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট