চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গণ অধিকার ফোরামের সভা

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যহারের দাবিতে গতকাল মঙ্গলবার গণ-অধিকার ফোরাম খুলশী থানার উদ্যোগে খুলশী এলাকায় গ্রাহকদের ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়েছে। গণ-অধিকার ফোরামের সমন্বয়কারী অধ্যাপক কুতুব উদ্দিন বাহাদুরের সভাপতিত্বে ও এম শাহজাহান শাহিলের পরিচালনায় এই লিফলেট বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ-অধিকার ফোরামের উপদেষ্টা এরশাদ উল্লাহ বলেছেন, পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার না করলে ৭০ লক্ষ নগরবাসীকে নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হবে। কিছুদিন আগে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করেছিল, আবারও যদি বৃদ্ধি করা হয় তা চট্টগ্রামবাসী কোন অবস্থায় মেনে নেবে না। তিনি আরো বলেছেন, সরকার জনগণের পকেট কেটে টাকা নেওয়ার যদি চিন্তা করেন, তাহলে ভুল করবেন।

এতে প্রধান বক্তা ছিলেন ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু। এসময় আরো বক্তব্য রাখেন, আর.ইউ চৌধুরী শাহীন, মাহমুদুর রহমান বাবু, নাঈম উদ্দিন মিনহাজ, সাঈদ উদ্দিন তুষার, মো. আজগর, জয়নাল আবেদীন, এডভোকেট আলী আকবর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট