চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পানির মূল্য বৃদ্ধি করে নগরবাসীকে দুর্ভোগে ফেলবেন না : হাশেম রাজু

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

গত ২১ অক্টোবর গণ-অধিকার ফোরাম পাঁচলাইশ থানার উদ্যোগে গণ-অধিকার ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক কমিশনার প্রবীণ রাজনীতিবিদ আলহাজ কামাল উদ্দিনের সভাপতিত্বে পশ্চিম ষোলশহরস্থ বাসভবনে ছাত্রনেতা মাহমুদুর রহমান বাবুর পরিচালনায় ওয়াসার গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। গ্রাহক সভায় প্রধান অতিথি বক্তব্যে গণ-অধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব এম এ হাশেম রাজু বলেন, পানির মূল্য বৃদ্ধি করে ৭০ লক্ষ নগরবাসীকে দুর্ভোগে ফেলবেন না। ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা ছাড়াই ৬২% মূল্যবৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তা প্রত্যাহার করে নিয়ে আসুন। যদি নগরবাসীর সাথে গণশুনানি না করে পানির মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রধান বক্তার বক্তব্যে গণ-অধিকার ফোরাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ আর ইউ চৌধুরী শাহীন বলেন, ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎসহ সেবা প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ বৃদ্ধির ফলে নগরবাসী যে অসহনীয় দুর্ভোগে আছে। এই অবস্থায় যদি পানির মূল্য অযৌক্তিকভাবে গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে নগরবাসীকে নিয়ে গণপ্রতিরোধ করা ছাড়া অন্যকোন পথ আমাদের জন্য খোলা নাই। গণ-অধিকার ফোরামের যুগ্ম মহাসচিব আলহাজ মনির আহমেদ বলেন, চট্টগ্রাম নগরবাসীকে স্বাধীনতার পরবর্তী সময় হতে সকল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। অথচ দেশের রাজস্ব আয়ের ৮০% এই চট্টগ্রাম থেকে যোগান দেয়া হয়। সভাপতির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামবাসীর সাথে বার বার বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। কাগজের কলমে বাণিজ্যিক রাজধানী হলেও আদৌ তা বাস্তবায়িত হয়নি। এর মধ্যে পানির মূল্য বৃদ্ধি করা হলে নগরবাসী বিপাকে পড়বে। বক্তব্য রাখেন জাফর আহমদ, মোহাম্মদ ইসমাইল, মোলায়মান বাদশা, মোজাম্মেল হক হাসান, আব্দুল বাতেন, মোহাম্মদ আলী, এনামুল হক ইনু, মহিউদ্দিন চৌধুরী যশো, জাহিদুল হাসান প্রমুখ। গ্রাহক সমাবেশশেষে পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর বিবিরহাট, মোহাম্মদ পুর, শমসেরপাড়া, হাজিরপুল শ্যামলী আবাসিক এলাকায় লিফলেট বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট