চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপের সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

২৩ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপের সাবেক সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ২০ অক্টোবর। দ্বীপবন্ধু ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ মুস্তাফিজুর রহমানের পুত্র সাংসদ মাহফুজুর রহমান মিতা ও উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার মো. শাহজাহান বিএ। পরে বিকাল ৪ টায় উপজেলা আ.লীগের আয়োজনে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সন্দ্বীপ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বক্তারা বলেন, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত সন্দ্বীপের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি এক সময়ের অবহেলিত সন্দ্বীপকে আধুনিক সোনার সন্দ্বীপে রুপান্তরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি দলমত নির্বিশেষে সন্দ্বীপের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তার প্রতিষ্ঠিত অসংখ্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ মক্তব, মন্দিরের মত উন্নয়ন কাজের মাঝে তিনি অমর হয়ে আছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট