চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী পৌরসভায় শুনানি আজ পৌর মেয়রের বিরুদ্ধে চার কাউন্সিলরের ১২ অভিযোগ

নিজস্ব সংবাদদাতা হ বাঁশখালী

২২ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পৌরসভার চার কাউন্সিলর অভিযোগ দায়ের করেছেন। আনীত অভিযোগ তদন্তের কার্যক্রম শুনানির মাধ্যমে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় বাঁশখালী পৌরসভা কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। তদন্ত কার্যক্রমে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার চট্টগ্রাম উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি। অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর দীলিপ চক্রবর্ত্তী, কাউন্সিলর বাবলা কুমার দাশ, কাউন্সিলর নজরুল কবির সিকদার বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কাউন্সিলররা অভিযোগ করেন, পরিষদের মাসিক সভায় কাউন্সিলরগণের মতামত/ পরামর্শসমূহ গ্রহণ না করা, পৌরসভার উন্নয়নকাজে টেন্ডারে অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ প্রদান, ঘুষ গ্রহণ, মহিলা কর্মচারীগণের সাথে অনৈতিক ব্যবহারহ ১২টি অভিযোগ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে দায়ের করেন। কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন অনিয়ম তদন্ত শুরু করেছেন। বাঁশখালী পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসাইন বলেন, পৌরবাসীদের সেবা দেওয়ার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। জনগণ আমাদেরকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য পাঠালেও সেবা দিতে পারছিনা। এখানে অনিয়মের শেষ নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট