চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে ম্যাজিস্ট্রেটের অভিযানে ওষুধ ফেলে পালালো বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার শহীদ মিনার এলাকায় বিক্রি করা ভেজাল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ওষুধ বিক্রেতারা। এ সময় ৩ লক্ষাধিক টাকা ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে আদালত।

গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হোসাইন মো. ইমরান।
ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, অশ্লীল ছবি ব্যবহার করে ভেজাল যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছিলেন চার বিক্রেতা। অভিযানের সময় ওষুধ ফেলে পালিয়ে যান তারা। বিক্রেতারা পালিয়ে গেলেও ৩ লক্ষাধিক টাকা ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরে এসব ওষুধ ধ্বংস করা হয়।

এছাড়াও একই আদালত ফিরিঙ্গীবাজার এলাকায় জয়া মেডিকেল হল এবং বাবুল ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। লাইসেন্সের শর্ত অমান্য করায় জয়া মেডিকেল হলকে ৪ হাজার এবং বাবুল ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট