চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা

উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

৭ দিনের মধ্যে ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত

২২ অক্টোবর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় ব্যাপক আলাপ আলোচনার পর উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিতে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৭ দিনের মধ্যেই সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উপজেলা ও পৌর ইউনিটের আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল সোমবার বিকালে নগরীর দোস্তবিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিগত তের বছর ধরে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তির ওপর নজিরবিহীন নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে। দেশপ্রেমিক জনতার ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হতে শুরু করে গ্রাম মহল্লার কর্মী সমর্থক পর্যন্ত কেউ এই সরকারের অব্যাহত হামলা মামলা, জেল জুলুম, হত্যা গুপ্ত হত্যা নির্যাতন নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি। বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির শিকড় বাংলাদেশের মাটি ও মানুষের হৃদয়ে গেঁথে আছে উল্লেখ করে তিনি বলেন, এত নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতি বাংলাদেশের ষোল কোটি মানুষের অকুণ্ঠ সমর্থনে শেখ হাসিনা ঈর্ষান্বিত। তাই আওয়ামী সরকার এখনো বিএনপিকে নিশ্চিহ্ন করার দুঃস্বপ্নে বিভোর। বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করে জনগণের হারানো গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে এনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আবু সুফিয়ান নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাছ, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এড. কবীর চৌধুরী, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মোশারফ হোসেন, শহিদুল আলম বুলবুল, এম এ রহিম, নূরুল আনোয়ার, এড. ফোরকান, আব্দুল গাফফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মজিবুর রহমান চেয়ারম্যান, অধ্যাপক মোজাফফর আহাম্মেদ চৌধুরী টিপু, চেয়ারম্যান লিয়াকত আলী, অ্যাড. নূরুল ইসলাম, মেয়র আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ফৌজুল আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল হক, মেজবা উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ন কবির আনসার, লায়ন হেলাল উদ্দীন, আমিনুর রহমান চৌধুরী, হাজী রফিক, নবাব মিয়া, মো. ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, মইনুল আলম ছোটন, মোক্তার আহমেদ, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়া উদ্দিন আশফাক, সাজ্জাদুর রহমান, লোকমান হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান, অ্যাড. কাশেম চৌধুরী, এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, শওকত আলম, জসিম উদ্দিন ও কমিশনার নিলুফা ইয়াসমিন প্রমূখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট