চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে কন্টেইনার ডিপোতে অগ্নিকা-

২২ অক্টোবর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

সীতাকু- উপজেলার ভাটিয়ারী এলাকায় কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) ভোরে ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো এলাকায় অবস্থিত পোর্টলিংক লজিস্টিক লিমিটেড নামক কন্টেইনার ডিপোর লোড-আনলোডের কাজে ব্যবহৃত গাড়ি (কালমার) ও শীতের কাপড় ভর্তি একটি কন্টেইনারে আগুন লেগে এ ঘটনা ঘটে। এতে আগুনের লিলিহান শিকায় মুহূর্তে সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় কন্টেইনার ডিপোটি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা অগ্নিকা-ের সংবাদ পেয়ে আগ্রাবাদের দুটি ও কুমিরার দুটি মোট ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সময়মত ঘটনাস্থলে না পৌঁছালে আগুন অন্যদিকে ছড়িয়ে যাওয়ার আশংকা ছিল। কন্টেইনারটির পাশে ঘেষে থাকা লোড-আনলোডের গাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ আমরা এখনো নির্ধারণ করে বলতে পারছি না। তবে তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট