চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইপিজেডে চীনের ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

২২ অক্টোবর, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

চীনা মালিকানাধীন কোম্পানি মেসার্স ওয়াইফা জুট এন্ড সিসাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি জুট এবং সিসাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প পাট ও সিসালের আঁশ থেকে বার্ষিক ১০০০ টন রশি এবং ১৫০০ টন টোয়াইন উৎপাদন করবে। এছাড়াও পাট ও সিসালের তৈরি কাপড়, ম্যানিলা ও কটন রশি ও কটন টোয়াইন উৎপাদন করবে। ওয়াইফা জুট অ্যান্ড সিসাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেডে ১০১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স ওয়াইফা জুট এন্ড সিসাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি এবং ওয়াইফা জুট এন্ড সিসাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো জিশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার পক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট