চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অভ্যন্তরীণ আইন-শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে চবিতে সভা

২২ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আসন্ন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে গতকাল ২১ অক্টোবর বিকাল ৩.০০ টায় বিশ^বিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ আইন-শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও অনার্স ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন। সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, পরিচালক আইসিটি সেল, প্রশাসক পরিবহন দপ্তর, প্রধান প্রকৌশলী, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), নিরাপত্তা প্রধান (ভারপ্রাপ্ত), উপাধ্যক্ষ হাটহাজারী সরকারি কলেজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা চবি পুলিশ ফাঁড়ি, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস হাটহাজারী, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং চবির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘœ করতে বিশ^বিদ্যালয় প্রশাসন দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

আসন্ন ভর্তি পরীক্ষার সুযোগে যাতে কোন অশুভ চক্র অবৈধ অপতৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে চবি প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। তিনি আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন করতে ভর্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানান। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী বিশ^বিদ্যালয় ওয়েবসাইট (যঃঃঢ়://ধফসরংংরড়হ.পঁ.ধপ.নফ)-এ পাওয়া যাবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট