চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

২২ অক্টোবর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে জরুরি মুহূর্তে কমিউনিটি ক্লিনিক অনেকটা ত্রাণকর্তা হিসেবে কাজ করে। এই উদ্যোগের ফলে মানুষ ঘরের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাচ্ছেন। যার কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ২০ অক্টোবর কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, মেডিকেল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ, মেডিকেল অফিসার ডা. হারুনুর রশীদ, ডেন্টাল সার্জন ডা. জি এম মোর্শেদ ও ডা. সাগর বড়–য়া। কমিউনিটি ক্লিনিক পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন পুরানগড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাসান আলী রাশেদ ও ইউপি সদস্য আমিনুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে উপজেলার ১৭ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যসহ ২৩৮ জন স্থানীয় সরকার প্রতিনিধি অংশ নেয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট