চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চসিকের সাধারণ সভায় মেয়র

এয়ারপোর্ট-বারিক বিল্ডিং সড়ক হবে প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে

২১ অক্টোবর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

সিটি কর্র্পোরেশন নির্বাচিত পরিষদের ৫১তম সাধারণ সভায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দীন। সভায় চসিক প্যানেল মেয়র,কাউন্সিলর,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর,চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন চসিক সচিব আবু সাহেদ চৌধুরী। সভায় নগরীর ব্যস্ততম সড়ক এয়ারপোর্ট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কটি মাদার অব দ্যা হিউম্যানিটি দেশরত্ন প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল রবিবার সকালে চসিক সাধারণ সভায় সিটি মেয়র এই প্রস্তাব উত্থাপন

করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই প্রস্তাব উত্থাপিত হলে হাউসে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদন করেন। সিটি মেয়র বলেন, চট্টগ্রাম এয়ারপোর্ট রোডকে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। বর্তমানে এ সড়কে ৪১ কোটি টাকা ব্যয়ে এই রোডের উন্নয়ন কাজ চলমান রয়েছে। কাজের মধ্যে রাস্তার দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যকরণ, চারলাইনে রাস্তা নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও বিউটিফিকেশন কার্যক্রমের মধ্যে রয়েছে নৌকার ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল। দৃষ্টিনন্দন স্থাপনাটি এই বিমান বন্দর দিয়ে আসা দেশ-বিদেশের অতিথিদের স্বাগত জানাবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট