চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘শিশু রাসেল হত্যা বিশ্ব ইতিহাসের নির্মম ঘটনা’

পূর্বকোণ ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

শিশু রাসেল হত্যা বিশ্ব ইতিহাসের নির্মম ঘটনা। শেখ রাসেল এর জন্মদিন পালনে বিভিন্নস্থানে আয়োজিত সভায় বক্তারা বলেন, শিশু রাসেল হত্যা বিশ্ব ইতিহাসের এক নির্মম ঘটনা।

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ : পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিষদের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে গত ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্মœ সম্পাদক অলিদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ, পরিষদের সহ সভাপতি, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, এড.কামরুন নাহার, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী খান, পরিষদ নেতা মোজাফফর হোসেন, সৈয়দ মুহাম্মদ মুসা, আবদুর রহমান, আমিনুল করিম, মো. এয়াকুব চৌধুরী, কাজী আবদুল হাই, তরুণ কুমার রায়, আসিফ ইকবাল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক ইউছুফ কবির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. রুবেল উদ্দীন, ইয়াসিন আরাফাত রিংকু, আবদুল্লাহ আল জাবের প্রমুখ।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : সংগঠনের হালিশহর থানা শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-আহ্বয়াক কাউন্সিলর এস.এম. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর শাখা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল রুপু। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর শাখার সদস্য আনোয়ার হোসেন ফোরকান, হালিশহর থানা কমিটির সভাপতি উজ্জ্বল কুমার নাথ, সহ-সভাপতি অপু কান্তি নাথ, যুগ্ন সাধারণ সম্পাদক সাগর কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক তপন কুমার নাথ ও বোরহান উদ্দিন জনি, সম্পাদক মন্ডলীর সদস্য মো. সামি, কাজী আরফাত হোসেন, কিরন আহামেদ, আবিদুর রহমান, মো. আশরাফ, হৃদয় নাথ, বাসু নাথ, জয় নাথ।

মুজিব সৈনিক : মুজিব সৈনিক পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা গত ১৮ অক্টোবর ৩নং পুরাতন ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. জোবাইর হোসেনের সভাপতিত্বে ও হাসিবুল হোসেন আসিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী সোহেল। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, শাহজাহান সাজু, ওয়ার্ড যুবলীগ নেতা মো. সেলিম, সাইফুল ইসলাম স্বপন, আজাদ চৌধুরী, মোহাম্মদ তিহান চৌধুরী। বক্তব্য রাখেন সৈয়দ তাহসিন নিশাত, ফয়সাল শামিল মুন্না, মোহাম্মদ বাবু, ওয়াহেদ, সুজন, রিফাত, তুহিন, মো. হেলাল, ফয়সাল হাসান নওশাদ, মো. তানভীর চৌধুরী, মো. আব্দুল হাকিম সাদমান, আতিক আফসা, ইমতিয়াজ হাশেম রাহাত, এহসানুল হক রিজভী, হেলাল উদ্দিন, মমিনুল হক কায়সার, নাঈম উদ্দিন, মোহাম্মদ রাকিব, শাওন, মোহাম্মদ তানিস, নয়ন।
শেখ রাসেল স্মৃতি সংসদ : সংগঠনের উদ্যোগে ৩৪নং ওয়ার্ড পাথরঘাটাস্থ আবু তালেব চৌধুরীর নিজ বাসভবনে সংগঠনের সভাপতি আফজাল হোসেন আজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মানিকের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু বক্কর, এড তপন কুমার দাশ, প্রকাশ জৈন, যুবলীগ নেতা আব্দুল নুর আইয়ুব, মাঈনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট