চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গ্র্যান্ড সিকদার ও চেরাগী রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জামালখান এলাকার দ্ইু রেস্টুরেন্টকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার জামালখানের গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্ট ও চেরাগী রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় খাবারের মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিফ খিচুড়ি, মিক্সড ফ্রুট বিক্রি, নোংরা পরিবেশে রান্না, ফ্রিজে বাসি খাবার রাখার দায়ে গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল্য তালিকা না রাখা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে চেরাগী রেস্তেুারাঁকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ক্রেতা ঠকিয়ে খাবার তৈরি ও বিক্রির দায়ে দুই হোটেলকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে অন্য হোটেলগুলোতেও এ ধরণের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট