চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সীতাকু-ে মাতৃভূমির সেমিনারে বক্তারা

নৈতিকতা ও মূল্যবোধহীন শিক্ষার কোন মূল্য নেই

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৫ পূর্বাহ্ণ

সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও কেউ যদি অসৎ চরিত্রের মানুষ হন কিংবা তার ভেতরে মূল্যবোধ না জম্মে তবে সে ব্যক্তির শিক্ষার কোন মূল্য নেই। তাই শিক্ষার সাথে মানুষকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে। তাহলেই একদিন তিনি এ দেশের প্রকৃত সম্পদ হয়ে উঠবেন। এমন বোধের মানুষই একদিন দেশের রাষ্ট্রনায়ক কিংবা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে সমাদৃত হন। গতকাল শুক্রবার দুপুরে সীতাকু- সরকারি হাইস্কুল মাঠে মাতৃভূমি সামাজিক সংগঠন আয়োজিত আলোকিত পরিবার সংবর্ধনা ও আমাদের শিক্ষা ব্যবস্থা- প্রশ্নবিদ্ধ নৈতিকতা ও মূল্যেবোধ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম একথা বলেন। মাতৃভূমির সভাপতি মো. সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর পরিচালক প্রফেসর ড. ফসিউল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইন্সপেক্টর রাজেশ বড়–য়া, নবনির্বাচিত সীতাকু- প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এছাড়া আলোকিত পরিবার হিসেবে সংবর্ধিত করা হয় মোহাম্মদ হোসেন ও বেগম লুৎফুন নাহারকে। এতে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংক লি. এর মানবসম্পদ বিভাগের প্রধান তাপস চক্রবর্তী, সীতাকু- সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমাইনুল হক মেলিম, সীতাকু- মডার্ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ ও সদস্য আরিফ হোসেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট