চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ধলই জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক ও ভাতা প্রদান

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা হাটহাজারী উপজেলার উদ্যোগে ধলই ইউনিয়নে গতকাল তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক ও ভাতা প্রদান অনুষ্ঠান জাতীয় মহিলা সংস্থা হাটহাজারী উপজেলার চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভীর সভাপতিত্বে তথ্য সেবা কর্মকর্তা ঐন্দ্রিলা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শারমিন ইকবাল রেজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প তথ্য আপা এ প্রকল্পের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্য ও শিক্ষা, কৃষি, বাল্য বিবাহরোধ, ব্যবসা, যৌতুকরোধ ও সরকারের উন্নয়ন কর্মকা-ের বিষয়াদি জনগণের মাঝে পৌঁছে দেয়া।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধলই ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. সাহাবউদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার তারেক, মহিলা মেম্বার জেসমিন আক্তার, ডেজি দে, শারমিন আক্তার, উম্মে হাবিবা, দিয়া ত্রিপুরা প্রমুখ। উঠান বৈঠক শেষে ৫০ জন মহিলার মাঝে ভাতা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট