চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সেবামূলক কর্মসূচি বাাস্তবায়ন করছে জিয়াউল হক ট্রাস্ট

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে মাইজভা-ার দরবার শরিফস্থ ‘হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও খত্না সেন্টার’-এ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের কিশোরীদের ওষুধসহ নাক-কর্ণছেদন ও ৪৫ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মা ও শিশু চিকিৎসক ডাক্তার ফাতেমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

এতে বক্তারা বলেন, আধ্যাত্মিক সাধকরা সুফিবাদের মোড়কে কার্যত মহানবী হযরত মোহাম্মদ (দ.)-এর বৈষয়িক, জাগতিক, অর্থনৈতিক, বিচার সম্বন্ধীয় প্রভৃতি পার্থিব সেবা ও কল্যাণমূলক কর্মসূচিকে জীবন্ত ও সক্রিয় রেখেছেন। যার যথার্থ বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের মানবসেবামূলক বহুমুখী কর্মসূচি বাাস্তবায়নে। এসময় উপস্থিত ছিলেন, ১৫নং রোসাংগীরি ইউনিয়ন পরিষদ মেম্বার সৈয়দা ফরিদা ইয়াছমিন, ১৪নং নানুপুর ইউনিয়ন পরিষদ মেম্বার রহিমা বেগম, শিল্পী চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস জবা প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট