চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

যাত্রীর চার্জার লাইটের ভেতরে ১৫ কেজি স্বর্ণ, আটক ১ শাহ আমানত বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ১৫ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় দুবাই থেকে আসা এয়ার এরাবিয়া জি-৯৫২১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. জয়নাল আবেদীন।

এই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে তল্লাশি করেন। এ সময় একটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর কৌশলে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৫ কেজি কেজি ১৬৩ গ্রাম।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারি পরিচালক মো. রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, আটক জয়নাল এয়ার এরাবিয়া জি-৯৫২১ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অস্বীকার করলে তার জিনিসপত্র তল্লাশি করে একটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৫ কেজি ১৬৩গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট