চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নিহত ৩ জনের লাশ দাফন, মামলা দায়ের এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতা হ বাঁশখালী/আনোয়ারা

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

আনোয়ারায় এম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত গৃহকর্তা শ্বশুর মফিজুর রহমান ও পুত্রবধূ জয়নাব বেগমের লাশ বৃহস্পতিবার রাত ১২টার দিকে ছনুয়া ইউনিয়নের কাজী পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া গতকাল (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে রাত ৯ টার দিকে আহত সাহাব উদ্দীনের স্ত্রী বুলবুলি আক্তারের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কামাল হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। গত ২ দিনেও পুলিশ গাড়ি চালককে আইনের আওতায় আনতে পারেনি।

নিহত মফিজুর রহমানের দুই পুত্রবধূ জয়নাব বেগম ও বুলবুলি আক্তারের ছয় সন্তান রয়েছে। কামাল উদ্দীনের নিহত স্ত্রী জয়নাব বেগমের রয়েছে সালমা বেগম (৪) ও øেহামনি (২ বছর ৬ মাস) নামে ২ সন্তান। সাহাব উদ্দীনের নিহত স্ত্রী বুলবুলি আক্তারের ৪ সন্তান রয়েছে। এরা হচ্ছে সাতকানিয়া মুহাম্মদীয়া বায়তুর রহমান মাদ্রাসার হেফজখানার ছাত্র মুহাম্মদ তানজিন (১৪), ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জ্যোৎøা বেগম (৮), আছমা বেগম (৫), হামিম মিয়া (৪)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট