চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মার্কেন্টাইল ব্যাংক এবং সিপিটিইউ পরিকল্পনা মন্ত্রণালয়ের চুক্তি নবায়ন

১৯ অক্টোবর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে সম্প্রতি চুক্তি নবায়ন হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং সিপিটিইউ এর পক্ষে আইএমই ডিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আলী নুর চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি নবায়নের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর গ্রাহকগণ ই-জিপি ব্যবস্থাপনায় অনলাইনে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণের সুবিধা পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিপিটিইউ এর সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আসাদুল হক এবং ব্যাংকের এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট