চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শেখ রাসেলের জন্মদিনের সভায় মোছলেম উদ্দিন আহমদ

রাসেলের নির্মম হত্যাকা- জাতিকে কলঙ্কিত করেছে

পূর্বকোণ ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে
বিভিন্নস্থানে আয়োজিত কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেলের হত্যাকা- জাতিকে কলঙ্কিত করেছে।

এম এ লতিফ এমপি : এম এ লতিফ এমপির ৩ নং জেটিগেটস্থ দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীরা কেক কেটে শেখ রাসেলের জম্মদিন পালন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বন্দর থানা আওয়ামীলী’র সভাপতি মো:নুরুল আলম এর সভাপতিত্বে বক্তারা শহীদ পরিবারের সদস্যদের হত্যাকারী অবশিষ্ট আসামিদের দেশে ফেরত এনে ফাসিঁর রায় কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শেখ রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সকল সদস্য এবং বর্তমান সরকার ও দেশের মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-২৯ নং ওয়ার্ড কাউন্সিল গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু, বাংলাদেশ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি সদস্য শেখ নওশেদ সরোয়ার পিন্টু, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি জানে আলম, মো: নাসির, যুগ্ন সম্পাদক সৈয়দ মো: হোসেন, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন হাসান প্রচার ও প্রকাশনার সম্পাদক সাল্লাউদ্দিন সরকার, ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুক্কর, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ প্রমূখ।

চট্টগ্রাম শিশু একাডেমি : চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম শিশু একাডেমি কার্যালয়ে গত ১৭ ও ১৮ অক্টোবর ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আমীরুল কায়সার। চট্টগ্রাম শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন ও ফাউন্ডেশন ফর অটিজম রিচার্জ এন্ড এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট মাহাবুবুল হক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু প্রতিনিধি সাহেরাজ উদ্দীন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
দক্ষিণ জেলা আ. লীগ : সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংস হত্যাকা-ে নিষ্পাপ শিশু সন্তান রাসেলও খুনিদের হত্যার শিকার হয়। ছোট শিশু শেখ রাসেলের সেই করুণ আর্তনাদ ঘাতকদের মন গলাতে পারেনি। শেখ রাসেলের এই নির্মম হত্যাকা- বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে। তিনি গতকাল শুক্রবার বিকেলে আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ জেলা আ. লীগ আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। দক্ষিণ জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ. লীগের যুগ্ম-সা. সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী, আবদুল কাদের সুজন, চেয়ারম্যান নাছির আহমদ, এ কে আজাদ, শামীমা হারুন লুবনা, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, ফারজানা আফরোজ মুন্নি, জগধা চৌধুরী সুপ্রিয়া, পারভিন আকতার, হাসিনা চৌধুরী, রোকেয়া খানম প্রমুখ।
বন্দর : থানা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল নানা কর্মসূচি পালন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। প্রধান আলোচক ছিলেন মহানগর ছাত্রলীগ সাবেক পাঠাগার সম্পাদক শওকত হোসেন জগলু। বিশেষ অতিথি ছিলেন মদিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন আলো। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। বক্তব্য রাখেন বন্দর যুবলীগ নেতা বখতিয়ার হোসেন, উত্তম দত্ত, চন্দন বিশ্বাস, মাজেদুল ইসলাম মারুফ, মো. নুরুজ্জামান, শেখ নূরেন্নবী সোহেল, নগর ছাত্রলীগ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবুল মনসুর টিটু, নগর ছাত্রলীগ নেতা কবির আহমেদ, বন্দর কর্মচারী পরিষদ সিবিএ কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মজুমদার, যুবলীগ নেতা মো. সালাউদ্দিন, রাজীব দাশ, উজ্জ্বল সরকার, লুৎফুল কবির সোহাগ, আলাউদ্দিন লাকু, হেদায়েত উল্লাহ রাজু, আমির হামজা মামুন, আনিসুল হক লিটন, নগর ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, তানজীব আহসান জিবু প্রমুখ।

মুসাফির : সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।গতকাল শুক্রবার নগরীর চমেক হাসপাতালস্থ কেনটাকী রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি, ও চকবাজার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, রাজনীতিবিদ শাহেদুল ইসলাম শাহেদ, জহুর আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগঠক শরফুদ্দিন চৌধুরী রাজু, ওয়াহিদুল আলম শিমুল, সাহেদ হোসেন টিটু, যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, সংগঠনের অর্থ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সংগঠনের কার্যকরী সদস্য জিয়াউল হক ইমন, ইরফান উদ্দিন ফয়েজ। এতে আরো উপস্থিত ছিলেন, রিপন বিশ্বাস, ইমন খান, সজীব আনোয়ার ইভান প্রমূখ।
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড : ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ওমর ফয়সালের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী। এতে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ এনাম বাদশা, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল আজম তুষার, মো. অভি, মো. ফরহাদ, মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. রুবেল। সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

কর্ণফুলী আ.লীগ : নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিললায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্ণফুলী উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সহ সভাপতি এস এম হোসেন, আবুল কালাম বকুল চেয়ারম্যান, এস এম ছালেহ, সেলিম উল্লাহ খান, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, রফিক আহমদ চেয়াম্যান, আবদুল করিম ফোরকান, ছৈয়দ আহমদ, কামাল আহমদ রাজা, রফিক আহমদ, হারুনুর রশিদ, আমজাদ হোসেন, আবদুল মান্নান খাঁন. উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য রফিক উল্লাহ চেয়ারম্যান, ওসমান গণি মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট