চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘আবুল কাশেম দলিল লেখকদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন ’

১৯ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ এস এম আবুল কাশেম স্মরণে সমিতির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল গত বুধবার বিকালে সমিতির ১ নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মো. নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া।

বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও সাব রেজিস্ট্রার মো. আজাহার আলী খান। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আবুল কাসেম আজাদ, বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা আলহাজ সৈয়দ মো. আবু তালেব, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ এম. মোক্তার আহমেদ, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাবেক উপদেষ্টা আলহাজ মো. হোসেন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ মো. এয়াকুব, সাবেক সভাপতি আলহাজ মো. ইউনুছ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আলহাজ্ব আহাম্মদ আবদুল কাইয়ুম। পূর্বাহ্নে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর জহুর হকার্স মার্কেট শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শহীদুল্লাহ। শোকসভায় প্রধান অতিথি চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার শাহ মো. আশরাফ উদ্দিন ভুইয়া বলেন, আলহাজ এসএম আবুল কাশেম সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি হিসাবে সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট