চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

এবার মেহেদীবাগে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এবার নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌস রাউজানের নোয়াপাড়া এলাকার মৃত সিরাজের মেয়ে।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টায় মেহেদীবাগ ১ নম্বর সড়কে এই ঘটনা ঘটে ৷

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, মেহেদীবাগের ১ নম্বর গলির একটি খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হন জান্নাতুল ফেরদৌস। তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে চকবাজার থানা পুলিশ। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রবিবার (১৮ মে) ভোরে চট্টগ্রামের এমএম আলী রোডের বশরভিলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট