চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে মাঠ গোছাচ্ছে বিএনপি

লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চট্টগ্রামে মাঠ গোছাচ্ছে বিএনপি

মোহাম্মদ আলী

২০ মে, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক কার্যক্রম বাড়াতে মহানগর ও উত্তর জেলার অধীন বিএনপির থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঘোষণারও তোড়জোড় চলছে। অপরদিকে দক্ষিণ জেলার মেয়াদোত্তীর্ণ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি কমিটি আগামী কয়েক দিনের মধ্যে ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা কমিটি। আগামী ২২ মে দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম পরিচিতি সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।

 

এদিকে চট্টগ্রাম বিভাগে গত ১৫ মে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নগর বিএনপি কার্যালয়ে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের এ কার্যক্রম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপিও শুরু করবে। যদিও উত্তর জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রম গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। উত্তরের প্রতিটি উপজেলা ও থানায় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।

 

বিএনপি একটি সূত্র জানায়, দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির কার্যক্রম দিয়ে মাঠ গোছানোর কাজ শুরু হয়েছে। কাজের গতি বাড়াতে একই সময়ে ভেঙে দেওয়া মেয়াদোত্তীর্ণ বিএনপি কমিটিগুলোর নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। যার সুফল পাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা।

 

মহানগর বিএনপি : গত ৭ জুলাই আলহাজ এরশাদ উল্লাহ-কে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্যের নগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্র। পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর ভেঙে দেওয়া হয় চট্টগ্রাম মহানগরীর ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি। কিন্তু গত সাড়ে ৫ মাস পরও থানা ও ওয়ার্ড কমিটি করা হয়নি। যদিও বিএনপির নীতি নির্ধারণী মহলের একটি সূত্র দাবি করেছে, থানা ও ওয়ার্ড কমিটি গঠন প্রায় চূড়ান্ত করা আছে। শুধুমাত্র কয়েকটি বিষয় সমন্বয় করে দ্রুত নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। নতুন কমিটি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ করবে।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান পূর্বকোণকে বলেন, ‘মহানগরের ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খুব সহসা এসব কমিটি ঘোষণা দেওয়া হবে। আশা করছি, ঈদুল আযহা’র পর থানা ও ওয়ার্ডের নতুন কমিটির মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।’

 

দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম পরিচিতি সভায় বসছে আগামী ২২ মে। এ সভায় ৫৪ সদস্যের কমিটির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম সভায় দক্ষিণ জেলার ৮ উপজেলা, ৬ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সম্মেলন করে এসব কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সভায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য করার ব্যাপারেও করণীয় নির্ধারণ করা হবে।

 

জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘আগামী ২২ মে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা হবে। এ সভায় বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

অপর এক প্রশ্নের জবাবে লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘প্রথম সভায় দক্ষিণ জেলার ৮ উপজেলা, ৬ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সম্মেলন করে এসব কমিটি গঠন করা হবে।’

 

উত্তর জেলা বিএনপি : ৭ উপজেলা ও ৯ পৌরসভা নিয়ে উত্তর জেলা বিএনপির সাংগঠনিক এলাকা গঠিত। এর মধ্যে রাউজান উপজেলা ও পৌর বিএনপির কমিটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। পূর্বকোণকে তিনি বলেন, ‘মিরসরাই উপজেলা এবং মিরসরাই পৌরসভা ও বারইয়াহাট পৌরসভা বিএনপি কমিটির মেয়াদোত্তীর্ণ হয়নি। এগুলো পরে হবে। অবশিষ্ট পাঁচ উপজেলা সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার সব ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠন শেষ হয়েছে। এসব উপজেলায় সম্মেলনের মাধ্যমে বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’

 

গোলাম আকবর খোন্দকার বলেন, ‘উত্তর জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রম গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। উত্তরের প্রতিটি উপজেলা ও থানায় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট